Sunday, September 8, 2013

নববর্ষে দেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপীলিকা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) তৈরি হয়েছে বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন 'পিপীলিকা'। বাংলাদেশের প্রথম ও একমাত্র বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই সার্চ করা যাবে এই সার্চ ইঞ্জিনে।

সার্চ ইঞ্জিনটি তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের কয়েকজন রিসার্চার ও ডেভেলপার।

'পিপীলিকা'র প্রকল্প পরিচালক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল। প্রধান গবেষক ও টিম লিডার হিসেবে কাজ করেছেন সিএসই বিভাগের শিক্ষক মো. রুহুল আমীন সজীব।তিনি সমকালকে জানান, এ প্রকল্পের পরিকল্পনা, ব্যবস্থাপনা, অর্থায়ন ও মার্কেটিং করেছে জিপিআইটি লিমিটেড এবং প্রকল্পটি গবেষণা ও বাস্তবায়ন করেছে শাবি। আপাতত 'পিপীলিকা' বেটা ভার্সন ছাড়া হয়েছে।

আগামী ১৩ এপ্রিল ঢাকার রূপসী বাংলা হোটেলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন হবে। তবে পহেলা বৈশাখ থেকে সবাই এটি পুরোপুরি ব্যবহার করতে পারবেন।শাবির ১১ জন রিসার্চার অ্যান্ড ডেভেলপার মিলে এ সার্চ ইঞ্জিনটি তৈরি করেছেন। তারা হলেন মিশু, তালহা, তালহা ইবনে ইমাম, তৌহিদ, সাজ্জাদ, আসিফ, বাকের, অপু, ফরহাদ, আশিষ এবং মাকসুদ। এছাড়াও ৩০ শিক্ষার্থীর থিসিসের ওপর ভিত্তি করে এর প্রজেক্ট তৈরি করা হয়েছে বলে জানা গেছে।নামকরণ ও ওয়েব ইন্টারফেসের ব্যাপারে টিম লিডার রুহুল আমীন সজীব বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চিশতি বাংলা সার্চ ইঞ্জিন 'পিপীলিকা' নামটি দিয়েছেন এবং বোরহান ও চিশতির থিসিস পেপার থেকে এর ওয়েব ইন্টারফেসটি সংগ্রহ করা হয়েছে।

1 comment: